এবং অন্যান্য জাভা
ফোনগুলোতে জাভা
অ্যাপ এন্ড গেম এ
ঢুকতে অথবা
যেকোনো কাজ
করতে। বিশেষ করে
অনেকেই হয়তো
টাইটেল দেখে বুঝে
গেছেন যে আমি কি
নিয়ে পোস্ট করছি।
হ্যা আজকে আমি
জাভা itel phone
blue ftp.jar দিয়ে
ফাইল extrack করতে
গেলে পারমিশন
দিতে হয় যা আমরা
বিরক্ত বোধ করি।
আজ থেকে আর
আপনাকে বিরক্ত
হতে হবে না। আজকে
থেকে পারমিশন
হ্যাক করে
চালাবেন।
তো চলুন শুরু করা
যাক
>> প্রথমে আপনার
ফোনের জাভা
ফোল্ডারে যান
তারপরে
Menu>Application
Setting>Permission
Setting তারপরে
ওখানে Local
Setting দেখতে
পাবেন ওটা ওপেন
করে Always Allowd
করে দিন তারপর
ওকে তে ক্লিক করুন।
>> তারপরে Opera
Mini 4.21 Open করুন।
>> তারপরে
Menu>Go to> File
Manager এ যান
>> তারপর TFCard এ
গিয়ে Java নামে
একটা ফোল্ডার
পাবেন ওটা ওপেন
করুন
>> তারপর Installed
ফোল্ডার ওপেন করুন
>> তারপরে
selector.utf নামে
একটা ফাইল পাবেন
>> তারপরে ওটাতে
selector.utf ফাইল
থেকে
Menu>Open>Text
Utf এ ক্লিক করুন
>> তারপরে যেই
অ্যাপটি Alway
Allowd করেছিলেন
সেটার নাম এভাবে
পাবেন example:
suite= Screenshot
Embedder 3.0
এবার
Menu>Edit>text:Sc
reen এখানে ক্লিক
করুন
তারপর

suite=Screenshot
Embedder 3.0
লেখার একটু নিচে
permission=”AOOOO
OSSSSSOOOOOOOO
OSAAA” এভাবে
২৪টা পাবেন
ওগুলোকে মুছে দিয়ে
আপনি ২৪টা বড়
অক্ষরের A লিখবেন।
তার একটু নিচে
fg_permission=”AOO
OSSO” এখানখার
৭টা অক্ষরকে মুছে
দিয়ে বড় অক্ষরের
৭টা A লিখবেন
ওটা লেখা শেষ হলে
ওকে তে ক্লিক করে
Menu>Save এ ক্লিক
করুন
এবং যেই অ্যাপটা
করেছেন সেটা
অপেন করে দেখুন শুধু
ওপেন করার সময়
একবার পারমিশন
চাচ্ছে।
No responses to Itel এর পারমিশন হ্যাক করে ফেলুন সহজেই!!!
Be first Make a comment.